এই কূলে মশা আর ওই কূলে কামান, মাঝখানে ডেঙ্গু বয়ে চলে যায়৷
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ উত্তরোত্তর বাড়ছে ৷ কিন্তু তাতে রাজনীতির কী বা আসে যায়! শীত নেই গ্রীষ্ম নেই টানা ভ্যানের পিছনে শ্যালো পাম্পের মতো দেখতে কামান বসিয়ে ঢাকাসহ সারাদেশে ভ্যান সেই যে প্রাগৈতিহাসিক কালে ঢাকার রাস্তা ধরে চলতে শুরু করেছিল, অনন্ত যাত্রা ...চলছে তো চলছেই ৷
বাংলাদেশে আসলে সাত দিন ২৪ ঘণ্টা কেবল রাজনীতি চলে ৷ প্রাকৃতিক দুর্যোগ থেকে বিএনপি, জামাতদের ,চৌদ্দগোষ্ঠি উদ্ধার করা, বিদ্যুত বিহীন দিনানিপাত, অসুখ-বিসুখ-মহামারি থেকে নিশি রাতের নফল এবাদত, কাঠালের রেসেপিসহ সবকিছুই বাংলাদেশের রাজনীতির বিষয় কিন্তু অসহায় জনগনের কথা কেউ ভাবেনা ।
বাংলাদেশের রাজনীতি একটাই বিষয়-ই ভাল বোঝে-সেটা হলো “সংখ্যা” ।
তা সেটা মৃত্যুর সংখ্যা হোক অথবা জীবনের নতুবা ভোটের ।